বেসামাল চোখে আর চলবে কত পথ?
বিষন্ন রাজ্যে হাবুডুবু নত মুখের প্রকারে..
অট্টহাসিতে চুরি করতে ইচ্ছে করে তোমার যত মৃদু মুচকি হাসি।
বিবেক নিলয়ে আছড়ে মারো হাসি রঞ্জিত দুহাত।
দেয়াল বদ্ধ জমাট বিবর্ণ বাতাশ -
বেরিয়ে যেতে দাও জানলা ত্রিপাশে।
নীচ মানহীন নির্লজ্জ আঁচড়-বৃষ্টি জলে ধুয়ে তাকাও।
জানলা পেরিয়ে চোখ রাখো আকাশে।
পেতে দাও বর্জিত লজ্জার লেশ।
মিছে ভনিতার লেলিহান আগুনে পুড়োনা আর।
চোখের দিশায় নাও এঁকে লজ্জার লাল পাড়।
হাজার দুখের তপ্ত রোদে দেখিনি ইচ্ছে খেলা।
মেঘ না হয়ে কেন হলেনা তুমি মেঘলা রংয়ের ভেলা?
চোখের পলকে পলক রেখেও-
না বুঝা একলা বিকাল!
শত কিছুর পরে আনন্দ গানেও-
জুড়ে থাকে সেই পূর্ণ বিভাস ত্রিতাল।