দু’চোখে দুই আকাশ দেখা যায়নি কখনো।
কখনো যায়নি দেখা এক চোখে-
সমুখে দাঁড়ানো কারো এক চোখ।
চোখের মায়ায় রাত না ফুরাক।
আকাশ না হারুক চোখের কাজল দিঘিতে।
আকাশের নীল চোখের জলরেখায় ঘোলা নাই হোক।
সমুদ্র ঢেউ দিয়ে সাঁতার কাটতে জানে-
চোখ পারেনা, পারে মিটিমিটি তাকাতে-
আর কষ্টের বুকে আছড়ে পড়ে বৃষ্টি ফোটার মতো পারে-
ঝরিয়ে দিতে নোনা আবেগের কাব্য।
চোখের নোঙ্গরে সবই ভাসে-
এমনকি ভাসে ঘুমের রাজ্যের স্বপ্ন ত্রিদেবি।
কারো কান্নার শব্দে আবেগ জমেনা তেমন।
চোখ দেখে যখন; ঝরে পড়ে নিমেষে হয়ে ব্যাথার পূরণ।
চোখ যে এমনি-
আবেগ রাণীর মায়াভরা অবাক কথন।