ভোরের সূর্য ম্লান চোখে জমে থাকা শিশিরকে...
পথের দাবী ভুলে যেতে বলতে গিয়ে-
মেঘের আড়াল হয়ে যায় ।
স্নিগ্ধ ভোর কিছু কুয়াশা, আবছা কিছু আঁধার আর-
নির্নিমেষ কিছু চেনা সুরের কল্পনাতে অভিমান খুঁজে ।
পথের দাবী শিশির ভুলবে কেমন করে ?
স্নিগ্ধ ভোর অভিমান চোখে অথবা সময়ের কোন বাঁকের...
নিষ্প্রভ অস্থায়ী আনাগোনার মেঘের রাজ্যে ধূসর রঙ ছড়ায় ।
স্বপ্ন দেখে শিশির রাতের স্তব্ধতায়...
ঘুম ভেঙে চোখে পড়ে যখন এক চিলতে রোদের হাসি---
তখন মুচকি হাসে মনে গোপনে ।
রোদের আভা গোপন মনের চিলেকোঠায় উঁকি দিয়ে দেখে ...
দীর্ঘ অভিমান পাথর জমাট দুঃখ ভিজিয়ে জলের স্রোতে ভেসে গেছে কোথায়-
নিজেও জানেনা... !
মুচকি হাসি স্বর্ণলতা হয়ে জড়িয়ে কাঁদে মেঘ আর আকাশের মোহনাকে ।
মেঘ বলে ও আকাশ তুমি শূন্য শিখরে মিথ্যে হতে যেওনা ।
আমি তবে ভাসবো কোথায় ...হাসবো কোথায় ?
খেলবো কোথায় লুকোচুরি ভোরের আলোকে ঘিরে ...
পূর্ণিমাতে ...দিনের প্রভা সূর্য সমগ্রে একান্তে ?
ও বাতাস তুমি কেন ভুলে যাবে হাসাতে আমার বিচরণে ?
মৃত্তিকা মরীচিকা জলের আধার ভেজা চোখে আকাশের অপহরণ...
মেঘ করে বুকে ধরে বাতাস বিদীর্ণ বৃষ্টি ধারায় ভিজে যায় স্বর্ণলতা ।
বৃষ্টিজল কিন্তু ভিজিয়েও ভেজাতে পারেনা স্বর্ণলতার হলুদ বুক !
ম্লান হাসি মেঘ আর আকাশের মোহনাকে কান্না হতে বলে ।
অবিশ্রান্ত অঝোরে আবেগের তিথিতে মেঘের আকাশ লুকিয়ে খোঁজে......
লালিত আলোয় উদার সূর্যমূখ ।
যা ছাড়া আকাশ মেঘের মোহনা, বৃষ্টিজল আর ঘাসের সবুজে শিশির......
কল্পনার বৃত্তের বাইরের দীপ্তি...... মিথ্যে কোন মনের গ্রহ ।