নীলিমায় ফেরারী নিঃশর্ত নিঃশ্বাস,
দরজা ভেঙ্গে ঢুকা বাতাস পালায় জানলা খুলে।
রোদের খুনে চিবুকে বিলাসী মনের ভাঁজ।
নিষ্পাপ জলজ প্রবাহে কিছুটা বাকি মনন।
ঢেউ আঁচড়ে পাশে পাশ ঘেঁষে-
পাড়ের খেয়ালে নিবৃতা উনুনে।
আকাশের অক্ষরে কে নয় রঙ্গীন তিয়াসে?
হাসি ভেঙ্গে চোখে জল নাচে-
প্রাণের আদরে কাছে।
ঝড় উঠেছে খোলা ত্রিনিত্রির মানে-
সাগরে জল রক্ত রং অদৃশ্যের বাঁধনে।
বাতাস কাঁদছে-চোখ লাল হিম কাঁপনে।
ভীষণ অপমানে।
হোলি খেলা হবে আজ রক্ত রংয়ের শ্বাসে।
নম্রতার শীষে নাঙ্গা দাহ হবে-
ছেঁড়া বাতাসের প্রাণে।
মানেহীন এটাই মানে-
অজানা লাজহীন প্রীতির টানে।
রক্তের রং বিভাসে রংহীন বাতাস।
ময়ূর তাকায় যখন নিজের পায়ে।