তটিনী ফুলের ডানা-
দিনের আলোয় যাকে যায়নি চেনা-
রাতের নিশাতে খুব যেন অচেনা।
প্রিয় রং হারিয়ে যেতে চায়-
ভোরের শেষে এ কোন সূচনা!
মনের মুকুরে মানবীতা-
ত্রিনিশায় আঁকা দিব্য কল্পনা।
এ আর কিসের ঋতিকা...
কিছুটা ঝড়ো বাতাস আর বাকিটা রটনা।
মনের বাড়ি দূরে বহুদূরে...
দৃপ্ত আশ্রয়ে প্রশ্রয়ের দোটানা।
নীল গাঢ় নীলের সুহাস পুশনে-
লাঞ্ছিত প্রগাঢ় যন্ত্রনা।
যে আকাশটা যায়নি চেনা-
তাতে যে উড়তে মানা।
কাগজের ফুল ঢের ভালো তার,
চেনেনা যে তটিনী ফুলের ডানা।