চাকার চক্রে কালো পিচে বলী-
ধোঁয়ার জঞ্জালে সহস্র সবুজের শঙ্কিত শীতলতা।
বেহুঁশ পায়ে দৌড় ছুটে টিনের ইঞ্জিনে-
ঝুলে থাকা বাদুড়ের মতো-
চোখের সন্ধ্যেতে কিছুটা আরাম ভাসে।
ছুটির বেজায় বেলায় ধোঁয়া উঠা গ্লোরিয়া জিনস।
উঠবে হাতে হয়তো চুমুকে- মাতাল কয়েকটা পেগ!
সাথে বাহুখোলা তরঙ্গ কামড়ে-
এলো চুলের লালাভ নাচন।
পিপাসার গন্ধে দুলে উঠা মগ্ন ঠোঁট।
চিবুকে চাবুক ছুঁড়ে ভোরের কড়কড়ে নোট।
কপালে হ্যাঁ তুলে বেরসিক পুড়ে জৌলুসে-
দাঁতের কামড়ে নাচে ঝাঁঝালো রক্ত,
ঝলসানো উপচানো নরমে।
পায়ের পালকে পাল তুলে ছুটে-
রাতের শেষের ভোর।
অথবা ভীষণ বেহায়া ভালোবাসায়-
যেখানে নিঃস্ব তবুও কাঁচিতে কাটা-
এক জালে বাঁধা মিছে নাগরিক দোর।