যে লাশের গন্ধ এখনো পাওয়া যায়-
সেখানে বাতাস কেঁপে কেঁপে উঠে সায়াহ্নেও,
রক্তের ভেজা দাগে জ্বলে মুহূর্তের চোখ বাঁধা আর্তনাদ।
লাশের পরে লাশ-
জিঘাংসা মনের মূলে-
বাঁকানো গোঁফের ভারে টানা আঙুলের অভিসারে।
সর্ববিদ্ধ হোক রিক্ত বাংলার দ্বারে,
মনের পিয়াসে তীক্ষ্ণ চোখ চিলডোরা-
নিবদ্ধ নির্বোধের ডানা নড়ে।
নিংড়ে নেয়া পদ্মা-যমুনা-মেঘনা-বুড়িগঙ্গা,
রক্তের স্রোত মিশে ভাবে পালানোর পথ-
ভারী ভীষণ এ যাতনা-
বাংলাদেশ কীভাবে সইতে পারে?