ভালোবাসা চারটি বিজোড়-জোড়া বর্ণ-
কিঞ্চিত শিল্প- বাকিটুকু নির্জরা বিশ্বাস।
ভালোবাসা স্ত্রীর স্বপ্নে-সৌন্দর্যে,
বিভোর নিরালায় একাকিত্তেও যখন
তার হাসিমুখ ভাসে নিবিড় মননে।  
চোখ বুজেই- সময় ঘেরা চেয়ে থাকা
অপলক চোখের রাত্রি হাসিতে।
ভালোবাসা মায়ের আঁচলে-
বাঁধন ছুটে এক নিমেষে বিশাল আকাশ ছেড়ে-  
অকল্পনীয় যন্ত্রণা শেষে।
ভালোবাসা বাবার কান্নায় নিবিড়ে
হাসি মুখেও ভরা অন্তরে বিষাদে।
ভালোবাসা বোনের মনের ক্ষতে
লুকিয়ে কাঁদা নিঃশব্দে পাশে থেকে অবুঝ উৎসাহে।
ভালোবাসা ভাইয়ের চোখে
হারানো মুখের পানে এক মানবিক স্মৃতির অশেষ টানে।
ভালোবাসা আত্মীয়ের চোখের পানে।
ভালোবাসার সাথে পড়শির আড্ডা-গানে।
ভালোবাসা নেই কোনখানে?
দগ্ধ চিৎকারে ভালোবাসা।
বিব্রত আঘাতে ভালোবাসা।
ভালোবাসা লাল শাড়িতে- হলুদ বাঁধনে।
ভালোবাসা বিদেশী শব্দে,
ভিনদেশীর মুখে নিজের ভাষা শুনে।
ভালোবাসা ভেজা চোখ,
কখনো সন্দেহে তাতেও গভীর ভালবেসে,
প্রমানে ক্ষত-বিক্ষত তবুও মুখে বলা কত ক্লেশে
হারিয়ে ফেলেও, অকারনে-কারনে তোমাকেই ভালবেসে।
ভালোবাসা রঙবিহীন সাদা ঘুড়ি
রঙ দিয়ে যেভাবে যখন ছুঁয়ে দেবে হেসে...।