কি আদুরে মিষ্টি ভীতু চোখে-
বাবুসোনা তুমি দুলছ যেন মায়ের বুকে।
শেকলে বাঁধা কিন্তু তোমার বিভর-
যে শেকল তোমাকে ধরে রাখবে।
হাসতে দেবে চোখ বুজা অবুঝের মত করে।
আহা! কি দারুণ আদুরে তুমি-
ভীষণ লাজুক চুলে-
বাবুসোনা তোমার বাবা কিন্তু তোমার পাশে-
তাও ধরে রেখেছে দোলনার দোলে-
তুমি বেভুলে যদি পিছলে পরো তাঁর বাঁধনে।
তোমার হেসে ভাসা মিষ্টি ডাকা-
বাবা বলে দুচোখ বুজা-
সবি তোমার বাবার চোখের সচেতন আদর-
মা’র বুকের জমিন ভালোবাসার অমলিন।
বাবার মনের লোচন তুমি-
মা’র মনের ভাষা।
আর দুলোনা থাক-
ডাকছে মা কাছে পেতে-
বাবার ডাকও পিছে।
তুমি কোন স্বর্গে যাবে বল জাদু-
পৃথিবী তোমার সুধা।


(সব সোনাবাবুদের জন্য লেখা)