দেখতে দেখতে কতো পথের পাড়ে কতো পথ রচিত হল-
তোমাকে বলার ছিল প্রাণের প্রীতে কিছু গড়নে-
কিছু নিংড়ে নিয়ে কিছু দিতে,
আর কিছু মননে কিছু অভিমানের শাওনে।
তোমাকে বলার ছিল চাঁদনী রাতের তকতকে নয়নে।
ভুলে বর্ষণ নিচু কিছু বুননে।