কেন ভালবাসতে বল তাকে?
সেই সে মাথানত সময়ে-
কিছু মননে কিছু দহনে-
কিছু বেসুখে দু’চোখের লহবর প্লাবনে?
তুমি জানতে হয়তো হারিয়ে যাবে নাতাল-
ঢেউয়ের বাজনায় অসুখের বেদনায়-
ছকে আঁকা চোখের কান্নাকে বলে কেন দিলেনা তখন-
একটু কেঁদো এখন-
বাকিটা কেঁদে যখন তখন ও জ্বালাতন।
প্রাণের পরে তুমি পাপড়ি মিছে ভুলের নয়,
তুমি কিছু আঁধার-
কিছু আনাগোনা-
কিছু নোনা যে মনের বোনা।