পারিনা আমি ছাড়তে অক্ষরের ভালোবাসা রে!
আমি দুঃস্বপ্নের মতো কালরাত পেরিয়েছি দু’চোখ খুলে।
আমি অষ্টক-একটানা মায়াময়ী রাতের চোখে দেখা প্রহরী।
শুকতারা-ধ্রুবতারা দুঃসহ মায়ায় ভাগ হতে দেখেছি।
সৃষ্টির কেতনে আমি লোকালয়ের নিকেতনেও।
ভালোবাসার প্রহারও পেতে নিতে চাই দু’চোখ বন্ধ করে।
চিন্ময় বিস্ময় সেই; সেই তো দু’চোখ-
আমাকে বার বার মুগ্ধ করে মৃত্যুমুখের ফেরারি জীবনের-
জয়গান গাওয়া নীরভানা।
আমি একমাত্র নই, আরও যে কতো তারা আছে-
জানবার আগে বুঝতে শেখার সময় হয়না।
জেনেছি নিজেকে-চিনেছি ধীরে ধীরে।
পথের কাঁটায় বিদ্ধ ঐ রক্ত বিধুর ছুঁয়েও।
মুচকি হেসে তারপরও তাকেই ভালোবেসে।
কে হবে সে, কি তার পরিচয়?
এ আমার প্রণয়ের প্রানান্ত নিবিড় অনুভব।
কিছুটা হলেও যে মায়াময়।