মনের সাদা পালকের মাঝে কে রঙ মাখে?
আমি উড়তে পারি,
নীড়ের তাকানো অপেক্ষায় রাতের নীরবতায়-
কিংবা দিনের আলোমাখা ভীরে।
সমুখে তোমাকে রেখে-
কখনই আলেয়া নও যে তুমি।
আমার মুখের বলা কথা আমিই যখন তখন প্রতিধ্বনি হয়ে শুনি।