তোমার স্বপ্ন-ভরা মনে আমাকে পেয়ে,
আমি আঁতকে উঠি না; উঠিনি।
আমার বেলা অবেলার গল্পে তোমাকে দেখে,
আমি বারবারই মুখরিত; মুগ্ধ।


আমি আছি তোমার নয়নের জলে;
হাসির নূপুর তুমি একদিন হেঠেছো যে সমুদ্র জলে-
আমারও সেখানে পা ভেজাতে দারুণ ইচ্ছে করে অস্থির প্রানাবেগে।
আমি বিষম খেয়ে উঠি তোমাকে মনে পড়ে বলে।
  
তুমি যে আকুল করা প্রাণের উদারে ভাষ্য অন্তরে উজারে-
তাতে আমি যদি না ভাসি-তবে কিসের আমি?
আমি তোমার স্বপ্নে-বুননে; তোমার পাতার মতো প্রাণে।
আমি তোমাকে দেখেছি আমাকে ডাকতে স্মরিয়ে চেতনে উদ্ভাসে।
সতেজে কণ্ঠস্বরে সেই সে সময়ের মৌখিক বিচারিক অক্ষরে।


আমি যে যাবনা সত্যি একা কখনো সমুদ্রও সুদূরে।
তোমার পা না ছুঁয়ে।
আমার মনে, আমার প্রাণে, আমার হৃদয়ের অতলান্তিকে-
আরও অনেকের ভিড়ে-
বাস্তবের শক্ত সত্য প্রতিশ্রুতিতে তুমি যে শুয়ে।