মালাবদলের সন্ধ্যায় ফাল্গুনের আবেগি প্রাণ কথা বলেনি।
কথা বলেনি আসন্ন দিঘল চাঁদনী রাত।
গভীর উষ্ণতা চিড় ধরা দেয়ালের ফাঁকেফাঁকে লুকিয়ে পড়েছিল।
সুবাসিনী ফাল্গুনী তারারা হারিয়ে গিয়েছিল কথাচলার মতো।
এমনি এক মিলনোৎসব ছন্দরীতি ভুলেছিল।
সারা বাড়ি ভারি মনজুড়ে ছিলোনা কোলাহল।
শীতের রাতের মতো চুপসে গিয়েছিল সব।
মালার গলায় পড়েছিল বেসুরো ছুরি।
কথার পাতে কামড় খাওয়া লংকা যেন।
হারায় রাতের প্রহরী।
সকালের আলোয় কেউ ছিলোনা ভিড়েছিল যারা-
কেউ নেই।