অবিনাশী গানের বিনায় নাতিক্ত মনের ভাষা,
নিনাদ খোঁজে স্থির কিছু অস্থির মনের প্রবাহে।
ভাষা নয়, ওরে ভাষা নয়-
কেঁদে ফেলো সমস্ত দুঃখে ভিজিয়ে-
যতো কষ্ট আছে মনের অবচেতনেও-
সব মিশে গলে যাক শত স্রোতের গ্লানি মুছে।
হাহাকার করে লাভ নেই ওরে।
উড়ে চলুক নিশ্চিত নিশ্চিন্ত জয়গান।
হাজার বুকের কষ্টে মেশে যেন এ প্রাণ-
লক্ষ দুখের বোঝা মিশিয়ে দিয়ে হবে
প্রাণের মোমের প্রয়াণ।
এ যে শক্ত ভিতের আলোক-জ্বলা উজালা শিরোস্রান।
পেওনা কখনো রক্তচক্ষুর ভয়, মেশানো-
যতদিন আছে পাশে এ হৃদয়ের দান।