আমি দৃপ্ত শপথে তোমার চোখে চোখ রেখে-
বিজয়ের গান গাইতে পারি সমুখে।
উজাড় হয়ে ভালোবাসতে পারি তোমাকে-
লক্ষ-যূথ প্রাণের বিদিকে।
একাগ্র উন্মুখ জীবনের চারপাশ ব্যাথিত হৃদয়ে-
নাড়া দেয়া কান্নার নিরিখে।
আমি স্থম্ভিতও হয়ে যাই মাঝে মাঝে-
কোন এক আত্মজ ভয়ে।
অবজ্ঞা পেতে পেতে লেখা সব চিরকুট জমা করে পড়ে দেখো-
কতোটা পুড়েছি; কতোটা ভালোবেসে।
মলাট-বিহীন লোকালয়ে বাঁচা আমার চারপাশ বাঁধা রক্তাক্ষরে-
আমাকে ওগো তুমি কখনো ভুলে যেওনা রে।