আকাশের মেঘ যখন উড়ে উড়ে চলে দূরে
হঠাৎ কখনো পাহাড়ের সবুজে ঘুরে কোন নভোনীড়ে,
তখন কারও কারও মন যেতে চায় উদাসী নীলের তীরে।
বাতাসের বুকে কতো মানুষের যন্ত্রণার দীপ জ্বলে,
মনে গেঁথে রাখা কতো পরিস্থিতির কতো কথা টলে।
প্রাণের যতসব তিক্ত অনুরণন সব বলে দিতে পার; বলে দাও।
জ্বলে অঙ্গার মন ভাবতে ভাবতে পুড়ে বুকের দামী কষ্ট।
জেনে রেখো; রক্ত কথা বলে,
শুনে-বুঝে-মানে কখনো রিক্ত মননে।
অভাবিত; অবধারিত সব সুখও কখনো দুঃখ খুঁজে।
কেউ হারে না; সবাই জেতে সময়ের পূরণে।
ভুলে যদি অন্যায়ও চলে আগে পরে কেউ তো বুঝে।
সময় যেন মাঝে মাঝে উদ্ভ্রান্ত; অবাক করা; তির্যক কীর্তিকলা।
এভাবেই, এবং এভাবেই সবারই সবটুকু কারণে; কিছুটা অজান্তে
কতো বিধুর স্বপ্নসারথি হয়ে মুহূর্তের সাথে পথচলা।