যে স্পষ্ট নিবিড় ভালোবাসায় কোন ঘাটতি নেই-
সেখানে কি করে মন-হৃদয় বেভুলো বাতাস খুঁজে?
স্পষ্ট ভাষার মানে গভীর তীরের মতো।
যে রোষানলে জীবন বিদ্ধ সর্বহারায়-
তার পেছনে কোন সে নিশিবাঁক?
মনের পাতায় নীড় হৃদ ভাসে,
তার পরের লাজুক বৃষ্টিতে মিষ্টি হেসে-
প্রাণের আকুতি টিপটিপ ঝরে পড়ে।
কেউ হয়তো বুঝে অথবা কেউ বুঝেনা।
রোষানলের বাহিরে পৃথ্বী নয়-
জীবনটা অভিনয় কখনো কে বলে কখন-
পিছু লয়?