জানা পথের শেষ বিন্দু থেকে শুরু হয় অজানা পথের টান।
অজানা পথে চোখ লুকোচুরি খেলে।
পথের খোঁজে মানুষ কখনো কখনো হোচট খায়।
কখনো ভিজে ঘামে।
নিরন্তর পথের পরে পথ চোখ বুঁজে পদযাত্রার অপেক্ষায় থাকে।
তা সে রাতের বা দিনের পথ হোক।
রাতের পথে সময় ঘূর্ণি খেলে।
দিনের অভিমানের পরে রাতের কপালে দিন যে মৃদু আলোর টিপ পরিয়ে দেয়।
তার প্রতি তাও কতো তিতিক্ষার ভূষণে রংয়ের মালা নিয়ে সবাই অপেক্ষা করে।