সময়; তুমি যে অনেক ধীরে বইছো-
ছবি এঁকে আমার মনের পালঙ্কে স্থির এক তপস্যা হয়ে।
কিছুই যে করার নেই; পারবেওনা কেউ কখনো।
শুধুই যে অপেক্ষা তোমার নীড়ে।
মাঝে মাঝে কতো উষ্ণ আলিঙ্গনে বেঁধে রাখো আমায়-
বিকেলের ডানা ঝাপটায় প্রজাপতি হয়ে-
মনে হয় কতো ক্লান্ত এক পথিক তুমি।
হৃদয়ের অলিগলিতে ভিড় করে কবে ডাকবে তুমি কাছে?
তুমি কি জানো আমার অন্তর ভরে যায়-
আলতো চুপিসারে?
সন্ধ্যের আগে ঘুম থেকে জেগে উঠে জানালার পাশে বসে-
উদাসী হয়ে শ্রান্ত গোধূলি দেখা-
পাখির উড়াউড়ি-সাথে আকাশের নীলিমে শানিত রক্তিম আভা।
আহা; কতো নিস্তরঙ্গে চোখে ছবি আঁকা-
আগত ভোরের নরম বাতাসে।
তেমনি তুমি আবেগে ভরিয়ে দিয়ে যাও-
মনে বিষাদের ছায়া-
সময়; তুমি নিরালায় সাজানো অমায়িক এক মায়া।