সন্ধ্যের সন্ধি আজানে ম্রিয়মাণ মৃত্যুভয় লুকিয়ে থাকে।
রাতের কাল নিকষ অমাবস্যা ঘিরে থাকে মৌন প্রেমের গনগনে ভাঙন।
বিরতিহীন বিহলাদে বিরহিণীর ঝাপসা মলিন কান্না-
ভেজা হাতের স্পর্শে চোখের কাজল।
দুখের নোনা জল বুঝি গভীর কান্নার ক্লেশ।
পূর্ণিমা রাতের আলোয় খোঁজা জীবনের বৃত্তান্ত।
কিছু মেটে মেঠো সাপ গরগরিয়ে গরুর গাড়ির বাড়ি ফেরা চাকায় পিষ্ট।
এইতো সেদিন ভোর দেখেছি-
কতো নির্মল নিষ্কলুষ ভোরের লাজুক মিষ্টি বাতাস।
আমাকে মুগ্ধ করে আমার শ্বাস-প্রশ্বাসকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
সেই তো বেঁচে থাকাই।
মনের নিরানন্দে চারদিকের আজানের ডাক আমাকে বিপ্লুত নাড়া দেয়-
মনের গভীর অন্তরে।
আপ্লুত প্রাণে হয়তো তাঁকে ডাকতে পারিনা-
কিন্তু মনের মাঝে যিনি বসত করে তাঁর সাথে আর পাল্লা ভারী কাঁর?