আমার মনের ফ্রেমে তুমি স্বাধীনচেতা এক দিব্য দীপ।
কে হবে তুমি, কি তোমার পরিচয়?
তোমার মনের আলোয় আমি চুপসে নীড়মনা, জেনে রেখো।
এখনো ভাসে কতোজনের কতো মায়াভরা মুখ-
কতো ইলশে-গুড়ি বৃষ্টির মতো চাতক চাহনি-
তুমি আমি মিলে যেন একই বন্ধনে এক নিরিবিলি দ্বীপের সুখ।
আমার গুটি পায়ে হেঁটে চলা-
আমার মাথানত আহত হৃদয়ের কালসাক্ষী-
এ অনিন্দ্য সুন্দর পৃথিবীর যাপিত যারা।
তুমি কেমন করে...হে অতীত মনে না রাখি আমি।
মনের রক্তে ভয়ংকর ত্রিশূলে বিঁধিয়ে আমাকে নিংড়ে-
দিব্যি অসুখী হয়েই তো আছো!
আমি বেঁচে এখনো আছি বেঁচে থাকবও তাঁর ইশারায়-
শুধু এইটুকুই মনে রেখো।