শুরু হবে একটু পরি সিঁদুর খেলা।
সিঁথির বুক চিরে লাল হাসিতে হাসবে টিকলি পাড়ের চুল।
কপালের লাল টিপে ঝরে পরবে কিছু,
হয়ে ভালোবাসার টুকরো ছুয়া।
কিছু লাজ; কিছু চোখের ভাজ,
পরবে ধরা আলোভরা মনের সাজ।
তারপর; পাপড়ি ভুলানো ঈশিতায় পায়ের ছাপ-  
পরবে জুড়িয়ে আলতো আলতা ভারে।
ধান দুর্বা প্রদীপ ঘুরবে,
সিঁদুরের অভিসারে।
নতুন স্বরে হাসবে ঘরে চোখের বাঁকা লাজ।
সিঁদুর বলবে হেসে যাক সময়-
হাসুক জড়তার নাজ।