বহুদূর যাবার পথে কে যেন এলো বেসুরো হয়ে।
ঝরা পাতার শব্দে ঘুম ভাঙে নির্লিপ্ত ভোরের।
দুচোখ খুলে তাকানোর মাঝে চেয়ে-
মলিন দুদণ্ড আকাশ।
ভেঙে ফেল রুদ্ধ দুয়ার অন্ধকারে বাঁধা দম।
না হোক কোন কালের ভিড়ে নিচু স্বরের মাতম।
প্রাণের নীড়ে আবার উঠুক দৃপ্ত শপথের গান।
বেঁচে থাকার মানে গভীর রাতের নীরবতার মতো।
শেষ নিঃশ্বাসটুকু নিংড়ে নিয়েই জীবনের আবেগি অভিলাষ।