ধর্মাতঙ্কে_প্রস্থান_দেবতার
          পূরব ব্যানার্জী


এখনও মাটির সাথে মিশে আছে ,
চাপ চাপ রক্তের দাগ !
গোঙানির আর্তনাদের প্রতিধ্বনি এখনও -
রাতের আঁধারের বুক চিরে ,
ভোরের পাখির কলতানে নিয়ে আসে
শ্মশানের নিস্তব্ধতা  !!
মৃত লাশ কাঁধে -
প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে ,
শৈশবের সখ্যতা কেঁদে ওঠে
কফিনের ভিতরে !
ধর্মের বর্শার ক্ষতচিহ্ন আঁকা রক্তাক্ত শরীরে,
দিনমজুর ভবঘুরে অচেনা শহরে-
বিধর্মীর ঠিকানায় বাঁধে ঘর ।।
দেবতার অস্তিত্ব কে টিকিয়ে রাখার ঠিকাদারি,
নৃশংসতায় দিয়ে যায় ধার্মিকতার প্রমাণ ।।
অথচ দেবতা অনেক আগেই বিদায় নিয়েছে
ছদ্মবেশে মন্দির হতে বহুদূরে কোনো -
বেজন্মা অধার্মিকের পর্ণকুটিরের,
নিশ্চিন্ত আশ্রয়ে ।।
পবিত্র গঙ্গার জলও আতঙ্কিত-
কোনো ভিন্ন ধর্মীর ছোঁয়ার ভয়ে  !
মুখোশধারী সিকিউলিয়ার আড়ি মারে -
ভোটবাক্সের যোগবিয়োগে,
বিজ্ঞানের অভিধানে যুক্তির সন্ধানে মরীয়া ,
গুরুগম্ভীর বুদ্ধিজীবীর দল-
ইতিহাস বিকৃত করে স্বীয় সত্তার প্রতিষ্ঠায় ।।


Copyright Purab Banerjee