অন্তর্লীন


আমার কিন্তু খুব ভয় হয়, ঘুমাও যখন
মাথার ভিতর শতাব্দী রাত লুকিয়ে রেখে,
ঠিক যেখানে চিন্তা কুরুক্ষেত্রে নামে
অস্ত্রবিহীন।ব্যস্ত জমিন যুদ্ধে ঢেকে।


বাধ্যতা সব ঘুরছে ফিরছে রাস্তা চিনে।
নেহাত আমি পথিক হয়ে পান্থশালায়
মুহূর্তেকে প্রতিচ্ছায়া গুছিয়ে রাখি
কাগজ মুড়ে।অনেকদূরের যে সভ্যতায়


ভয় কাটে না।উপস্থিতির ক্লান্ত শরীর।
দাঁড়িয়ে থাকার যোগ্যতা সব হার মেনে যায়।
যখন তুমি ঘুমাও অস্তাচলের দেশে
নৈতিহাসিক যুদ্ধ নামে আমার পাড়ায়।


ঘুরছি ফিরছি,ভালোবাসছি এসব ভুলে।
সভ্যতাহীন গর্তে রাখা প্রেম নিবেদন
বিজ্ঞাপনে নিরুৎসাহে থমকে থাকে ---
আমার কিন্তু খুব ভয় হয় ঘুমাও যখন।