বিবর্তন


খুব ভোর হয়।তুমিও তখন ভোরের মতই থাকো
নিশ্বাসে আর নিরাপত্তায় মুগ্ধতা রাত রেখে।


আর সকালেই দেখতে দেখতে অলঙ্ঘনীয় চোখে
নিয়ম মেনে দেখাতে যাও বাধ্যপালক ঢেকে।


সকাল গড়ায়।আস্তে আস্তে উত্তাপে রঙ খায়।
নীল চাউনির আয়ত্বে ঠিক সাগর বেসামাল,
"দুপুর" নামের লোকশ্রুতি জড়িয়েছিল গা'য়।
আমরা সবাই অকৈলাসী।পরিনি বাঘছাল।


মধ্যমণি ঠিক যখনই "বিকেল"-এ বর্তায়
সান্ধ্যপ্রদীপ প্রস্তুতি নেয়।অন্ধকারের দিন
কার হাতে ঠিক হার মেনেছে,সবাই বুঝেই যায়
লোকশ্রুতির "দিনাবসান"।প্রদীপ প্রদক্ষিণ।


আবর্তনের ভঙ্গিমা এক,পরিবর্তন জানে
"কি ভুল, কি ঠিক,সব পাললিক", পালাবে কোনখানে!!
মধ্যযামে ছদ্মনামের গর্ত খোঁড়া জ্বর,
দেওয়াল জোড়া প্রেমের হদিস কেবলই নশ্বর।