কথা


কিছু কথা কাশ হয়ে ফোটে
বিধি ভেঙে।উচ্ছলতাপ্রিয়।
কিনারা রয়েছে অকপটে
ইতিহাসে জমায় নদীও।


দোলাচলে ঢেউ কথা বলে,
দুটি পাড় কান পেতে শোনে।
ভাঙা মন,ভাঙা বল্কলে
বিহ্বল।ধারাবর্ষণে।


বাতাসিয়া সুরে অনালাপী
কিছু কথা লুকানো বিভব।
ওষ্ঠ ছুঁয়ে রেখেছে গোলাপি
কারুকাজ। বর্ণোস্নানোৎসব।


কথা আরো আছে মনে মনে
বিধান বিহীন সম্মত।
স্বপ্নোৎসার জাগরণে
ওষ্ঠাধর রয়েছে আনত।।