শরীর


আমারই মনের মতো ছিল তার পরিশুদ্ধ রাত,
কালো মিছিলের কথা পুনর্বার আসে যদি ফিরে
তবে তার দুটি হাতে সংকেত মেশানো আঘাত
বর্জন করব না,শরীরের তটভূমি তীরে।


আমারই নদীর মতো শরীরের উচ্ছলতা স্রোত
তারই পদক্ষেপে গড়ে তোলে আমার শরীর।
কুয়াশা জড়ানো রাতে নিশাচর প্রেমিক কপোত
হৃদয়কে তুলে আনে, জমে থাকা মৃত মানবীর।


সব তো আমারই মতো,ঠোঁটে লাগা অমিয়-অসুখ ----
সব তো আমারই মতো, চোখ-কান-ধূলো-বালি-কথা,
আমার শরীর পাঠে প্রতিরাতে আমিই বিমুখ,
কিন্তু তবু বন্যরাতে কেউ হয় শরীর-আহতা।


আমারই বুকের পরে দুর্ভেদ্য শরীরে বালিকা
খান্ডবের আয়োজনে সাজিয়েছে শরীরের ছাল।
ঘাস-তুষ্-খড়কুটো,বুনোজল প্রেম-প্রহেলিকা
আমারই শরীরে বসে তুমি হও শরীর-কাঙাল।।