এক দল লোক আসছিলো
রাম নাম করতে করতে,
অন্য দল রাস্তার অন্য পারে
কাঁধে বইছিল তাজিয়া।


দুই দলের আস্তিনে ছিলো ছুরি,
ভগবানের আসনের তলায় লাঠি,
হঠাৎ কি যেন এক গন্ডগোল,
ধোঁয়া, আগুন, রক্ত আর শব্দ


নর্দমা তে পড়ে রাম এর ছবি
আস্তাকুড়ের পাশে পরে তাজিয়া,
কারো খেয়াল নেই তার আরাধ্যের,
এক বিধ্বংসী হিংসা হৃদয়ের।


রাম ইসলামের চায়ের দোকানে
তখনও বসে, চা এ কেন চিনি কম,
তাই নিয়ে তর্ক, রাম এর আঠারো হয় নি,
ইসলামের ভোটে নাম নেই।


ইসলামের ছেলে রাম কে বলে,
'রাম চাচা', ইসলামের দোকানে আগুন,
রামের মাথাতেও আগুন জ্বলে,
জল এর বালতি নিয়ে ঝাপিয়ে পড়ে।


সব স্তব্ধ,পোড়া গন্ধ,ধোঁয়ার মাঝে
ইসলাম কুড়িয়ে আনে, রামের ছবি,
রাম নিয়ে আসে ভাঙা তাজিয়া
চেনা ভারতবর্ষের চেনা ছবি।