সে ঈশ্বর এর নাম যাই হোক                              
ঈশ্বর কোনো দিন শেখায় না
মানুষ মারার নাম জেহাদ।
মানুষ এর সৃষ্ট ধর্ম
ঈশ্বর এক ঘরে মাটির পুতুল,
কোথাও পাথর, কোথাও শূন্য।
কেউ কোনো দিন বলে নি
ধর্মের নামে মানুষ হত্যা 'পুণ্য'।
তবুও আরডিএক্স বিছানো পথ,
রকেট লঞ্চার হাতে কিছু কাপুরুষ
কেড়ে নিলো পিছন থেকে নিরস্ত্র প্রাণ।
নপুংসক জেহাদি , মনে কি পড়ে?
এক দিন মুক্তি যোদ্ধা লড়েছিলো,
মুখো মুখি ।
কোনো ধর্মের নামে নয়, দেশের নামে।
পিছন থেকে নয়, বুক পেতে গুলির সামনে।
সন্ত্রাস নয়,  যুদ্ধ করে প্রাণ দেওয়া অনেক সম্মানের।
আজ যোগ্য জবাব দেয়ায় দিন।
যোদ্ধা-অমর,                                                                    
কাপুরুষ-মরে-সহস্রবার,                                                  
রাস্তায় পড়ে থাকা থেতলানো কুত্তার মতো পরিচয়হীন।
যে কোনো দেশের নয়,
যার কোনো ধর্ম নেই
যে মনুষত্ব হীন,
ডাস্টবিনই যার যোগ্য সমাধি।