তোর জন্যে।
আজ লিখছি,ছোটবেলার গল্প,
দূরেই ছিলাম,
তোর সাথে দেখা খুবই অল্প।
তুই তখন পেরিয়ে ষোলো,
সুইট সেভেন্টেইন।
আমি বোধহয় প্রথম কাজে,
ফার্স্ট ভ্যালেন্টাইন,


'পত্র লেখায়' প্রথম দেখা পত্র বান্ধবী।
তুই ছিলি আমার প্রথম স্বপ্ন সঙ্গিনী।
তুই তখন মিষ্টি মতন
অনেক কথার ঝুড়ি।
লাগতো তখন এক্কেবারে
ডেপো পাকা বুড়ী।


অনেক লেখা, অনেক গান,
অনেক কথার মালা,
স্নিগ্ধ যেন , সুগন্ধি সে,
বাহারি ফুল এর ডালা।
বোকা বোকা স্বপ্ন কত ,
পাতায় পাতায় ভরা,
কাটতো কত প্রতীক্ষাতে,
দিন রাত্তির বেলা।


তোর চিঠি , আমার চিঠি,
আর সময় অন্তহীন,
হাতে পেলেই ঝাঁপিয়ে পড়ে
হারিয়ে যাওয়ার দিন।
সে সব যেন গল্প কথা ,
তেপান্তরের মাঠ,
জীবন তো নয়, সেদিন ছিল,
রূপকথারই পাঠ


বৃষ্টি মুখর দুপুর বেলা,
হয়তো সাঁজের প্রদীপ জ্বালা,
গভীর রাতে স্বপন ভেলা,
তোর চিঠিতেই সকাল বেলা,
ফুটতো আলোর রঙিন খেলা
সবই ছিল তোকেই ঘিরে,
প্রথম প্রেমের মিলন মেলা।


কোথায় যেন কি সব হলো,
হঠাৎ যেন হারিয়ে গেলো,
সময় অনেক পেরিয়ে এলো,
জীবন নদীর তীরে,
আজকে দেখি দাঁড়িয়ে আছি,
দুজন অনেক দূরে।