একটা পরিবর্তন চাই
হাতের ছোট্ট একটা কালো বিন্দু
বদলে দিতে পারে অনেক কিছুই।
বছর বছর অনেক দেখলাম,
ধর্মের নামে,
মা মাটি মানুষ নামে,
দলতন্ত্রের দলদাস হয়ে
অনেক হয়েছে, সময় এসেছে
এবার পরিবর্তন মানুষের নামে
মনুষ্যত্বের নামে।
কিছু অপদার্থ দেশ চালাবে বার বার
কিছুতেই মেনে নেওয়া যায় না।
সময় এসেছে বদলানোর,
সময় এসেছে ভালো মানুষের হাতে ধরা তলোয়ার।
মুখোশ পরা কিছু মানুষ রুপী জানোয়ারের মুখোশ উপড়ে নিয়ে ছুড়ে ফেলার।
আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ,নিরীহ ,
চট করে ঝামেলাতে জড়াই না।
কিন্তু মনে রেখো আমাদের ও ধৈর্যর সীমা আছে।
যেমন এক আঙ্গুল এর চাপে বদলে দিতে পারি তোমার ভাগ্য।
সেই রকমই দরকারে তুলে নিতে পারি এ কে ফোরটি সেভেন।
আমাদের পরীক্ষা নিও না বারং বার।
ইতিহাস সাক্ষী আছে।