যদি কভু এই পৃথিবীর ঘাটে আনাগোনা
         শেষ হয়ে যায় চুপটি করে নিঃস্ব সকালবেলা ।
ধূম্রলোচন ধূলিভূত ডাক দিয়ে যায় যদি ,
নীরদ দানে নীরদ ব্যাধির অকাল ডাকে ঘরে ।
  খুঁজবে তোমায় কেউ তো ভীষণ তুমি তুমি করে
নীলকমলে নদীর আলো নীলাক্ষীতে হাওয়া ।
নৈষঘ্রাণে বিষাদ সাগর তাই তো হবে পাওয়া
বাহ্যরূপে বাসব যদি একটু অবাক হয় ,
ধ্বংসস্তুপে কালো ছায়া নেই তো বরাভয় ।
সাগর জলে আঘাত আনে বরফ জলে কিরণ
পূর্ণতাতে ধ্বংস আনে অপূর্ণতা জীবন' ।
অহংকারের অপমানে আঘাত যদি আসে ,
রক্তে লেখা ভালোবাসার আত্তাহুতি কাঁদে ।