সময়ের শেষ দিনে
এসেছে হৃদয় ,জীবনের কিনারাতে।
ফুরিয়ে সময় নিষ্ক্রিয় জানালাতে,
ঠেকেছে মাথা শেষ বিকেলের পথে।


নিস্তঃব্ধ নাসা, কেবলি দ্বীর্ঘশ্বাসে
ছুঁইয়েছে হৃদয়,সন্ধ্যের সীমানাতে।
এসেছে তরী যেতে হবে আজ তারে,
যেথা হতে সে এসেছে এক যে প্রাতে।


সময়ের স্রোত ,যায় নারে তারে ধরা
সে যে কেবলি বেঁচে থাকে হয়ে জরা।
সময়ের টানে ভেসে যায় কোথা জানে
আশার সাগর বোঝা হয়ে শুধু টানে।


হৃদয়, হৃদয় চায় সে হৃদয়
হৃদয়ের বিরহতে ।
তবু না চায় যেতে যে ফিরে
হৃদয়ের সীমানাতে,
এইতো মানব মন
হৃদয় মাগিছে , তবু যে হৃদয়
কেবলি স্বপ্ন জল।