মন ভাঙা সব তিক্ত নদীর তীরে
মরছে ডুবে মেঘনা নদীর জলে
রাশি রাশি অবিশ্বাসের ঝড়ে
মন ভেঙ্গে যায় উড়াল দেওয়া পাখি
বন্দি খাঁচায় হাপসে মরে
শূন্য খাঁচাখানি
হাহাকারের বিশ্বাসে নিঃশ্বাস যত কম
ধুকপুকধুক শব্দ ব্যথার
মূল্য আরও কম
বদ্ধ জবান শূন্য হলো
নেইকো ভাষা তার
প্রাণ মিলিয়ে এক বা হলেই
নিশ্চয়তা কার
থাকব কোথায় ঘুমাবো কোথায়
ঘরের অভাব সই
মায়ার ঘরে বন্দি জীবন
ছলছাতুরে রই