আলোক সূর্যোদয়
        ক্ষতবিক্ষত পরাজয় ।
নিশার আকাশে জেগে উঠে জানি
           কাফনের মরাশয় ।


নিশার আকাশে স্বাধীন পাখি দেখে অভাগীর চোখ
রাশি রাশি হাসি দেবে আশাআশি দূরিবে মনের দুঃখ ।।


মুক্তির আশে মুক্তোর মালা
               অকূলে ভাসিয়া যায় ,
চলে যাবে নাকি পাড়ি দিয়ে আজি
               অকূল দরিয়ায় ।


অভাগীর বুকে আছে কলতান , আছে মথুরা
বৃন্দাবনের আশারও ভেলা করেছে অনুঢ়া ।


বুক বাধে অভাগী
         বুক ভাঙ্গে অভাগী ।
ভাঙ্গাভাঙ্গি আর বাঁধাবাঁধি বল সময়ে ভাসিয়া যায়
পড়ে থাকে শুধু জীর্ণশীর্ণ মরনেরই আত্মায় ।
                মরণেও তবু সুখ
                     বাঁধে অভাগীরা বুক ।।


ভালোর আশায় আলোর নেশায় হাসে অভাগীর চোখ
চোখ তবু হয় দুঃখ
বাঁধে অভাগীরা বুক ।।


আশায় আশায় ভেসে যায় ভেলা , কত মাঝি কত পথ
               ভাষায় ভাষায় পায় না কেউ , আছে কারো হিম্মত"
    ওগো অভাগীর প্রাণ
               আছে কি তোমার গান ??


কত পথ দাও গো পাড়ি, কতদিন কতসয়
কালোর আকাশ দেয় কী কভু জীবনেরে বরাভয়?


আশায় আশায় বাঁধে খেলাঘর , যুগ জনমের মন
            মনেরও আশায় ভাঙ্গে খেলাঘর , ভেঙ্গেছে প্রাণের রঙ ।।


যাই বলো বধূ ,তাই বলো বধূ
                একথা জানি হায় ,
এই জগতে অভাগীদের
             আসনও ভাঙ্গিয়া যায়...।।


নাই তব স্থান সমাজের মাঝে , নাই তো গৃহেও আর
ডাগর ডাগর আকাশের চোখ , হয় জানি নিরাকার ।।


ক্ষতবিক্ষত অভাগীর চোখ ক্ষতবিক্ষত মন
ক্ষতবিক্ষত ক্ষণে ক্ষণে তার যুগ জনমের ধন ।।


ওগো অভাগীর চোখ
         দেখেছ কভু সুখ ??
নিশার আকাশ দিয়েছে কভু জীবনেরে আশালয়
                  না ভাষাহীন ধরালয় ??


আলয় আলয় নেই তো আলয় আলয়হীনা তুমি
ভালয় ভালয় জীবনের পথ চলতে জান না মানি ।


আহা পৃথিবীর প্রান
         নেই অভাগীর তান ।
আহুতির টানে ভেসে যায় জানি
                         জীবনেরই আহ্বান ...........................