দয়মন্তীর বনে রাজহংসের কথা বলব না
বলব না অনুপম কল্যাণীর রসায়ন
ঘুম ঢাকা ভোরে আদুরে কণ্ঠের সমাপন
কঠোর হাতুড়িতে বিবস্ত্র হবে নীরবতা
ধ্বনি উঠবে,শিলা বেয়ে নামবে স্রোতধারা
কাঁচা মাংস খাওয়া নারকীয় খাদকরা আসবে অচিরেই
পৃষ্ঠদেশে মুখোশ বেড়েছে ,বেড়েছে রক্তের গরম
মানুষের আড়ালে অমানুষ যত ,না লজ্জা না শরম
লিখিনা বলে ভেবোনা কবি বিলুপ্ত সদা সদা
মস্তিষ্কে আঘাত লেগেছে মানে নয় কলুষতা
আজ বিবেক ,জাতিতে, অবাক তাকিয়ে দেখে যাই শুধু দৃশ্য
মানুষ কি করে ঠকবাজ এত ,আবেগ অসহ্য
বিশ্বাস নেই কোনো মানুষে ,চারদিকে পরকীয়া
নষ্ট মেধা, ডাক্তার আর ইঞ্জিনিয়ার ভরা
করব বিয়ে যেই মানুষে দেখে বাহ্যিকতা
বাসর রাতে হয়ত দেখিবে নোংরা পরকীয়া
হয়তোবা সে বিরাট ধনী ,পর্দানশীন বিদ্বান
মুখোশ আড়ালে রাত জেগে পড়ে অজাচার শব্দ
হয়তোবা সে রোজ সকালে মেধাবী ভদ্র
রাত হলে সে প্লে বয় /গার্ল নষ্ট চরিত্র
ফেসবুক ইন্স্টা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার
চিনিয়ে দেয় শিক্ষিত জাতি কত বড় শয়তান
মেজর বাবার গোল্ড মেডেলিস্ট, ভদ্র সন্তান
শত মানুষের বিশ্বাস নিয়ে ,খেলে যায় অবিরাম
না সংসার, না ধর্ম, না বিশ্বাস ,না সত্য
কলিযুগে এসে ঠেকে গেছে মাথা, পালাও নিঃশব্দ
আমি বলছি কবি, পরকীয়া যদি ব্যক্তিস্বাধীনতা পায়
বর্বর যুগ ,ফেসবুক যুগে তফাতটা কোথায়?