তুমিহীনা একাকীত্ব
ব্যবধি দূরত্ব
ব্যথিত অশ্রূশব্দে
প্রচণ্ড কষ্ট


তুমিহীনা দিনরাত
হয়েছে হাঁসফাঁস
তুমিহীনা দিনরাত
অনন্ত অবিরাম


তুমি শিল্প, তুমি শব্দ,তুমি আছও বেঁচে আজও অদ্য
তুমি নষ্ট ,তুমি কষ্ট ,তুমি উদ্ধত ,অভিব্যক্ত
তুমি দূরত্ব ,তুমি অন্য ,আমি জানি অবসন্ন
তবুও অদ্য ,একাকীত্ব ,চিরস্থায়ী দেওয়া কষ্ট
তুমি কবিতা, তুমি সবিতা, তুমি রাত জাগা কান্না
তুমি বন্দী নীড়ের চিৎকার ,নিঃশব্দ সব সংবাদ
তুমি কালো চোখ ,তুমি উত্তাল ,তুমি স্নেহ মায়া আর সম্মান


তুমি অন্য কারো কোলে ঘুমোনো
একটা নারীর অভিমান!