রক্তের পিপাসা যৌনতার হিংস্রতায় উত্তপ্ত
         ছলে ভোলানো কষাঘাত!


কেটে যাওয়া আঙুলে ফিনকি রক্তের আভাস
            মরা মন মেরে খাই,
         গোলাপের গাঁদা বিছানায়
            রক্তে রক্তে ভেসে যায়
              নিহতদের গালিচায়,


তোমার নিবিড়ে বাহুডোরে
ছোবল দিলে ব্যথা?
ব্যথা বাসি ভালোবাসি
হলামই যন্ত্রণা !!


                          তোমায় না হয় কেটে খাই
                                          ছটফট দ্রূততায়
                            তোমায় না হয় মেরে খাই
                                           বিশ্বাসঘাতকতায়....


আকাশে লাল লাল আলো
টকটকে মরিচের ঝাল
জিহ্বা পোড়ানো ঝলসানো ঝোল,
নয়নের ছলছল
শুকানো টলটল।


একফোঁটা জল নেই !!!


                  শেকড় ছিঁড়ে গেছে
                  ভূমি ছেড়েছে বৃক্ষ,
                   ডিম্বক ফেটে গেছে
                   জরায়ু ছেড়েছে শিশ্ন ।



প্রকৃতির প্রজন্মের নতুন ইতিহাস গড়ে,
এক হৃদয় ভাঙা শঙ্খ তুলে,
চারদিকে কান্না, চিৎকারের দামামা বাজিয়ে,


ও কে?  ও কে?
ও বদলে গেছে ?
এক ঝলসানো রুটি !!!