কিছু ব্যথা ,অণুকথা, গোপনে গোপনে
পিতবস্ত্র ,করে কান্না, বিরহে বিরহে,
তুমি আসবে, ভালোবাসবে, অপেক্ষা অভিযোগে
আমি কাঁদবো ,আঁচল আর তোমায় জড়িয়ে।


আগন্তুক কত রাত্তির,ঠনঠন করে লন্ঠণ
জোনাকি স্রোতে ভেসে যায় শ্বেত অন্দর,
কিছু শঙ্কা,আজ দমকা বাতাসের তালে তালে
নিভু প্রদীপ নিভছে কান্নার হাহুতাশে।
আমি লিখব, তবু লিখব ,শব্দের মায়াজালে
আবেগ ইতিহাস নাম , মানুষেরা শুধু কাঁদে।