যেখান থেকে স্বপ্ন মেঘের শুরু
যেখান থেকে হৃদয় বেয়ে
                  কান্না দুরুদুরু ।
যেখান থেকে লালে নীলে
               বিষে বাধা ঘর ,
যেখান থেকে মন খারাপের
                   মৃত্যু মরে মর ।
যেখান থেকে স্নায়ু ব্যথা
                    কান্না জানে না ,
আকাশ থেকে অচীন পাখি
                 ঐশী তোলে না ।।
আকাশ যদি ছিন্ন তবে প্রণয় কাটাবিদ্ধ!
  হৃদয় যদি হৃদয়হীনা
             প্রশ্নে প্রশ্নে বিদ্ধ!!!
ঐ সে জোয়ার ডাকছে জোয়ার
  ডাকছে কেমন তব ,
অশ্রুকালী  বাধছে কেমন
ভাংছে কেমন শ্রব ।


আসছে কেমন শ্রাবণ দেখ কাল ঘনিয়ে আসে
স্বপ্নে দেখি হৃদয়হীনা কালসলিলে ভাসে


হঠাত করে ঘুম ভেঙ্গে যায়
               অবাক দেখি হায়
হৃদয়হীনা ঘিরছে আমায়
            কাল ঘনিয়ে আয় !!!