চুপসে গেছে আমেরা
নিংড়ানো রস জমে আছে মেঝেতে,
কালশিটে ওয়াক ওয়াক গন্ধরা
ঘেন্নার কত কথা।


পালিয়ে যাও, ওরা আসছে
পালিয়ে যাও ,ওরা আসবে
ওরা একটি দুটি নয়
অনেক অনেক, সহস্র ঝিঁ ঝিঁ পোকা
জালের মতো জড়ানো।


কাঁচা মাংস গিলে খায় কাঁচা মাংস
নিঃস্তব্ধ টানে পেট গলে আসে ভুড়ি,
ওয়াক ওয়াক আমি সহ্য করতে পারি না
ওয়াক ওয়াক আমি গন্ধ নিতে পারি না,
ওয়াক ওয়াক এত নিষ্ঠুর হতে পারো না।


হৃদয়ের চার কোণে ফুল নেই
আমি কাঁটা গিরি রোজ!
গোলাপ কি নেই ?নেই ?নেই


ওগো শুনছো,
এক টুকরো গোলাপ দেবে?গোলাপ? ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্