ওপারের প্রজাপতি, এপারের বাংলায়  ;
রং ছড়ায় দিনে রাতে , রংপুর কালনায় ।
রং মেখে পাখায় পাখায়, রং লাগায় মনে ,
দুই বাংলা মেলায় দ্যাখো , রং সেতু বন্ধনে ।


ওই বাংলার প্রজাপতি, এই বাংলার আত্মীয়
মাঝে মাঝে চিঠি লেখে , হাওয়া বদলে যেও ।
গ্রীষ্মকালে খুবই গরম,  বরষাতে তুমি এসো ;
ইছামতীর নৌকা চ'ড়াব, যদি চুপটি করে বসো ।


গাছে পাকা আমসত্ত্ব, আউস ধানের পিঠে ;
বাড়ির গরুর দুধের পায়েস, স্বাদে গন্ধে মিঠে ।
খেতে চাইলে খেতে পারো, আরো অনেক কিছু-
রায় বাবুর বাগানের, কালো জাম আর লিচু ।


কাঁঠাল আনারস পেয়ারাও , নাও যা হাতে ধরে,
এখনি বিদায় বলো না, ওই শব্দে যে মনটা ডরে ।
একটু বসো গল্প করি, সুখদুঃখের কথা পাড়ি ;
সময় মতো যেও চলে, এত কীসের পায়তাড়ি ?


দুই বাংলা ভাগ হয়েছে, সরকারি তার কাটায় ,
তোমাতে আমাতে হয়নি ভাগ, আগের সম্পর্কটাই ।
যাওয়ার সময় গুছিয়ে দেব, তোমার যা দরকারি :
ইচ্ছে হলেই এসো ,এটা তোমারই নিজের বাড়ি ।