কারনটা ভালো রাখা হোক বা ভালো থাকা;
কেউ কাউকে কথা দিয়েছিল, পাশে থাকবে-


উদ্দেশ্যটা জেতানো হোক বা জেতা
কেউ কাউকে কথা দিয়েছিল, পাশে থাকবে-


প্রাপ্তিটা ব্যর্থতা হোক বা সফলতা-
কেউ কাউকে কথা দিয়েছিল, পাশে থাকবে-


পথ চলা শুরু হল, কিছু পথ ও হাঁটা হল
কিছু কারণ, উদ্দেশ্য সফল, কিছু প্রাপ্তি পাথেয় হল।


তারা পরিণত, বাস্তবিক হয়েছে, খানিকটা বিপর্যস্তও!
চলতে গিয়ে একসাথে তারা ঠিক ততক্ষণ পর্যন্ত-


যতক্ষণ হিসেব করা হয়নি কে এগিয়ে ?
এখন সময় হিসেব করার,ব্যস্ততা এখন পাথেয় নিয়ে.


হিসেব করে দেখা গেল, দুজনেই সফল হয়েছে;
একজন ভালো রেখেছে, অপরজন ভালো আছে-


একজন জয়ী, অপরজন জেতানোর জন্য সম্মানীত-
আশ্চর্যকথা এরা এখন নিজেদেরকাছে অপ্রয়োজনীয়!


প্রশ্ন উঠছে নির্ভরতা, বিশ্বাস নিয়ে - এসব প্রসঙ্গত,
কারণ জানার আগ্রহ দিনের শেষ জোয়ারের মত !


ওদের মধ্যে কেউ বুঝি ভুল করেই
                       ভুলে গেছে ওদের দেওয়া কথা-
তাই তারপর থেকে সবই হল,
                       হলনা শুধু একসাথে  পথ চলা।