ওরা বললে, আমায় দেখতে খারাপ, গায়ের রং কালো
ওরা বললে, মেয়ে আমি তাই স্বভাব হতে হবে ভালো-
ওরা বললে, পড়াশুনো করলে চাকরি পাওয়া যাবে ,
ওরাই বললে, চাকরী না হোক বর তো ভালো হবে !


ওরা বললে, মিসুখে হতে- নাহলে সংস্কার শিখবো না-
ওরা বললে, মিসুখে হলেও ছেলে বন্ধু চলবে না ।
ওরা বললে, রান্না শিখতে, নইলে খাবো শাশুড়ির বকা
ওরা বললে, বড় হলে ঘাড়ে নিতে হয় সংসারের ঠেকা।


ওরা বললে,পদবী সহ এবিশ্বে নাকি কিছুই আমার নয়
ওরা বললে, খুব খারাপের মধ্যেও ভালো খুঁজতে হয়!
ওরা বললে, মন খারাপের মধ্যেও শরীর খাটাতে হবে,
ওরাই বললে, মেশিন নয় আমায় আদর্শ মা হতে হবে।


ওরা বললে সবশেষে, কী ??? বুঝলে মোদের কথা !
আমিও তখন বেশ জোরে নাডিয়েছিলেম মাথা-
শত কথার মধ্যে আমি একজনের কথাই বুঝেছিলাম-
'সবার কথায় কান দিতে নেই',আমি তাইতো করলাম!