খাঁচায় বন্দী আমি প্রায়ই টাঙানো থাকি দেওয়ালে,
কিংবা টেবিলে দাঁড়িয়ে, তাকায় সবাই সবার খেয়ালে
শুধুই বিরামহীন পরিশ্রম, রত্তি নেই এতটুকু!
ঢং করে বেজে উঠলেই, মা বলে,"খেতে এসো খুকু"।
কখনো সিরিয়াল কিংবা ঔষধ, কখনো বা টীউশন-
হঠাৎ দেখি,আমায় দেখে বাচ্চাদের চোখে কনফিউশন
চারিদিকে ছুটোছুটি, ব্যস্ত শহর আমায় ঘিরে,
অথচ আমি দিব্যি আছি, কব্জি কিংবা ঘড়ির মোড়ে।
মিটিং এ আমি পার্ফেক্ট, ডেটিং এও আমি !!
আমার দিকে তাকিয়ে অনেকে বলে," বাই, বাই মিমি"!
        
      কিন্তু আজ যদি আমি ক্লান্ত হই, বলি " ছুটি নেব"
"ব্যস্ততার ওপারের সব গল্প তোমাদের ঘুরে এসে বলবো"
ওমনি তোমরা টুটি টিপে ধরো,বলো, "তোমায় ছাড়া চলবে না"
      "তোমার ছুটি এবার...... একদম ধার্য করা যাবে না"
আমি সবচেয়ে দ্রুত,তোমরা আমার চেয়েও দ্রুত হতে চাও
তাইতো তোমাদের সাথে না পারলে, তোমরা তাদের গর্তে ফেলে দাও!
ফিরে তাকাও না তাদের দিকে, যারা সাফল্যের দ্বার খুলে দিয়েছে।
শুধু ইঁদুর দৌড, সাফল্যের কংক্রিট, যা সত্য, সুন্দরের কাছে মিছে-
যদি একদিন না বলে থমকে দাঁড়াই, আমার দেহ রাখি !
যদি বন্ধ করি আমার টিকটিক শব্দ, কখনও ভেবে দেখেছ কী?
..... কোথায় গিয়ে পড়বে সভ্যতা !