হঠাৎ নিভে যাওয়া আলোর প্রতিবাদে জ্বলে উঠলো বিদ্যুৎ
সমস্ত চাতকের চাহিদা পূরণের প্রস্তাব নিয়ে এল এক দেবদূত
তার রূপের ছটা নিরাকার, সে আলো ধূলোয় একাকার-
শুধু একটা ভয়, একটা ছোট্ট পাখির সব হারাবার!
কোনো একটা পাতা, ঝরা পাতার সাথে সখ্যতা হারিয়ে
কোনো এক অজানা তাড়ায় দিল নিজের গা ভাসিয়ে।
আমিও পথে ছিলাম, অন্ধকারে ধীরে ধীরে পা ফেলেছিলাম
                 রাস্তায় পড়ে থাকা ধুলোরা তখন রাজা!
চোখ থেকে তাদের আড়াল করার শত প্রয়াস করছিলাম,
                   কিন্ত , তখন বাইরে বেরোনোর এটাই ছিল সাজা
আমরা সবই বসেছিলাম তুমি আসবে বলে... ক্লান্ত ছিলাম
কিন্ত তোমাকে এত ভয়ংকর রূপ ধারন করতে মানা করেছিলাম
আজ রাতেই তো তুমি বিদায় নেবে, যা হবার তা ওদের হবে-
যাদের বুক ফাটা আর্তনাদ কালকের হেডলাইনের নজর কাডবে
তোমার কাছে প্রার্থনা ছিল সেই শুষ্ক তৃণদের ' আবার সবুজ কর'
আর তুমি এলে কিনা শেষে হয়ে কালরাত্রির ঝড় !!!!!