এক অনাথ শিশু মানুষ হবে-
             তাই তার আশীর্বাদ দরকার
আশীর্বাদ কী আর মুখের কথা !
            তাই যজ্ঞ হবে, এটাই নিয়ম এখানকার ।


এতদিন ধরে সে যা শিখেছে
               সব তাকে আহুতি দিতে হবে-
তবেই না সে বীজমন্ত্র পাবে
                     যা দিয়ে সে মানুষ হবে !


সে রাগ শিখেছে বেড়ালের কাছে
                   প্রভুকে সেবার শিক্ষা দিয়েছে কুকুর;
বনের হরিণ শিখিয়েছে সৌন্দর্য- ভয়ংকর !
     মাছরাঙা শিকার শিখিয়েছে যখন স্তব্ধ থাকে পুকুর


চন্চলতা শিখিয়েছে খানিকটা প্রজাপতি
                 অলসতা শেখানো ফড়িং এর পালা;
দুখ ভোলানোর কেরামতি শিখিয়েছে পাখি
               শালুক শিখিয়েছে স্রোতের তালে চলা !


এসবের আহুতির বিনিময়ে
                            যজ্ঞ হবে সফল ।
ছোট্ট শিশু প্রশ্ন করে,
                  "তবে মানুষ হয়ে কী ফল?
মানুষের থেকে কিছু শেখার নেই ?
              যা এই যজ্ঞে দেব আহুতির দরুন..."
উত্তরে আসে, " কথা "- যা শেখাতে পারে মানুষই
     সে হয়তো জানেনা, সেটাই তো এই যজ্ঞের আগুন!